নমস্কার!
এই অয়েব–সাইট সমন্দে দুই এক কথা
যুগের সাথত শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আত্মিক, আর্থিক আরও সামাজিক দিক দিয়া যাতে সগায় মিলিয়া আগে যাবার পারি, এই জন্য এই অয়েবসাইট খোলা হইসে। আশা করং তোমরালা নানা নাখানের ধারণা পাইবেন।
Verse of the day
যীশু স্যেলা উয়াক কইলেক, “যে কাঙো এই জল খায় উয়ার আরো টিস্সা নাগিবে। কিন্তুক মুই যে জল দিম, যায় সেই জল খাবে উয়ার কোন দিনও টিস্সা নাগিবে না। এই জল উয়ার অন্তরত জোয়ারের জলের নাকান উথুলি উঠিয়া অমৃত জীবন দিবে।”
চতুর্থ সিপারাঃ ইউহোন্না 4:13